নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | 109 বার পঠিত | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)–এর একীভূতকরণের বিষয়টি আলোচনায় আসতেই ব্যাংকের অভ্যন্তরে তৈরি হয়েছে মতবিরোধ। চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম একীভূতকরণের সিদ্ধান্তের ভার কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিলেও পরিচালক মেজর (অব.) ডা. মো. রেজাউল হক প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, বৈঠকে সরাসরি একীভূতকরণের প্রসঙ্গ ওঠেনি। ব্যাংক তাদের আর্থিক অবস্থা উপস্থাপন করেছে, আর কেন্দ্রীয় ব্যাংক আর্থিক স্থিতিশীলতা সম্পর্কিত তথ্য দিয়েছে। তিনি জানান, “নীতিগতভাবে আমরা একমত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকই নেবে।”
এস আলম গ্রুপকে দেওয়া ঋণ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, এসআইবিএল থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। তবে অন্যান্য ব্যাংকের তুলনায় এ ঋণের জামানত শক্তিশালী বলে দাবি করেন তিনি। তার মতে, কিছু নিয়ন্ত্রক সহায়তা পেলে ব্যাংকের প্রায় ৬০ শতাংশ খেলাপি ঋণ পুনঃতফসিল করা সম্ভব।
অন্যদিকে, পরিচালক রেজাউল হক কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া লিখিত বক্তব্যে জানান, উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সুদমুক্ত তারল্য সহায়তা প্রদান করা হলে একীভূতকরণের প্রয়োজন হবে না। তিনি বলেন, “আমাদের ব্যাংক এতটা খারাপ অবস্থায় নেই। তাহলে কেন একীভূত হব? আমি যখন দায়িত্বে ছিলাম (২০১২–২০১৬), আমরা ২০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ দিয়েছি। তাই চেয়ারম্যানকে অনুরোধ করছি, তিনি যেন একীভূতকরণে সম্মতি না দেন।”
জানা গেছে, বৃহস্পতিবার এসআইবিএল-এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ আরও চারটি ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। তারা সবাই নীতিগতভাবে একীভূতকরণে রাজি হয়েছে।
Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.