মঙ্গলবার ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ঋণ আদায়ে মামলা না করায় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ | 229 বার পঠিত | প্রিন্ট

ঋণ আদায়ে মামলা না করায় কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঋণ আদায়ে মামলা না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের নির্দেশনায় বলা হয়, ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ৯০ কর্মদিবসের মধ্যে আদালতকে অবহিত করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ জানান, মামলার মধ্যে এদিন কোর্ট ফি দাখিলের দিন ধার্য ছিল। পর্যালোচনায় দেখা যায়, ২০১৪ সালে দেওয়া ঋণের শর্ত অনুযায়ী তা পরিশোধ না করার পরও ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোনো মামলা দায়ের করেননি। এর ফলে আদালত ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় এবং বিবাদীদের প্রতি সমন পাঠায়।

এর আগে গত ৭ জানুয়ারি ১৫ কোটি ৫৪ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে ব্যাংক উল্লেখ করে যে, নুরুল ইসলাম ২০০০ সালে ১০ লাখ টাকার ঋণ পেতে আবেদন করেন এবং ধীরে ধীরে ঋণের সীমা বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে ৫ কোটি ৭০ লাখ টাকায় পৌছায়।

কিন্তু খেলাপি হওয়ার পর ঋণটির বিবাদির আবেদনের পরিমাণ পুনঃতফসিল করে লোনে রূপান্তরিত করা হয়। এক বছরের গ্রেস পিরিয়ড পর কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণটি মন্দা ক্ষতি হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।

আদালতের পর্যালোচনায় প্রতীয়মান হয়, ইচ্ছেকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণে কিছু ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ব্যাংক খাতের নির্বাহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি প্রয়োজন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com