নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২ | 1405 বার পঠিত | প্রিন্ট
চলতি বছরের শুরু থেকেই দেশের শেয়ারবাজার ধারবাহিক দরপতনের কবলে নিমজ্জিত ছিল। এতে ব্যাপক লোকসান হয়েছে বিনিয়োগকরাীদের। সম্প্রতি আবারও ধারাবাহিক উত্থানে ফিরে এসেছে বাজার। এর ফলে বিনিয়োগকারীদের লোকসান কাটিয়ে মুনাফা ফিরতে শুরু করেছে। কিন্ত এই উত্থানের বাজারেও ডিএসইর নজরদারিও বেড়েছে। যে কারণেঅস্বাবাবিক হারে দর বাড়ার কারণে গত এক মাসে ১৬ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই। শুধু আগস্ট মাসেই শোকজ করা হয়েছে ১৩টি কোম্পানিকে। এগুলো হলো- আগস্ট ইন্ট্রাকো রিফুয়েলিং, এপেক্স ফুডস, ইনফিউশন, বিআইএফসি, মালেক স্পিনিং, জুট স্পিনার্স, ইউনিয়ন ক্যাপিটাল, কে অ্যান্ড কিউ, পেপার প্রসেসিং, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন এবং ইস্টার্ন হাউজিং। চলতি মাসের ৩টি কোম্পানিকে শোকজ করেছে। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর ন্যাশনাল টি এবং আজ বসুন্ধরা পেপার ও অ্যাডভেন্ট ফার্মাকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি বসুন্ধরা পেপার এবং অ্যাডভেন্ট ফার্মা শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি ২টিকে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১১ আগস্ট বসুন্ধরা পেপারের শেয়ার দর ছিল ৪৯ টাকা ৭০ পয়সা। ১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৬৮ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর গত ১১ আগস্ট ছিল ২৩ টাকা । ১ সেপ্টেম্বর শেয়ারটির দর ৩০ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ারবাজার২৪
Posted ৬:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.