
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | 41 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আলোচিত আরামিট পিএলসির আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হলো নতুন অধ্যায়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়।
দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলমের কাছ থেকে সাইফুজ্জামান চৌধুরীর স্বাক্ষর করা চেকের মূল কপি (মুড়ি) উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মালিকের অনুমতি ছাড়াই এই বিপুল অর্থ তিনি বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করেছেন।
কোন ব্যাংক থেকে কত টাকা উত্তোলন হয়েছে
মোট উত্তোলিত অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৬ লাখ টাকা।
জাহাঙ্গীরের দাবি বনাম দুদকের সন্দেহ
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম দাবি করেছেন, আরামিট পিএলসির আগে গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা মো. আবদুল আজিজ ও উৎপল পাল-এর আইনি খরচ মেটাতেই এই অর্থ উত্তোলন করা হয়েছে। তবে দুদক মনে করছে, এই উত্তোলনের পেছনে অর্থ আত্মসাৎ বা নতুন করে পাচারের যোগসূত্র থাকতে পারে।
পুরনো মামলার সাথে যোগসূত্র
এর আগে গত ২৪ জুলাই দুদক ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করে। এ মামলায় সাবেক এমপি সাইফুজ্জামান, তার স্ত্রী রুকমীলা জামান, ভাই-বোনসহ প্রতিষ্ঠানের আরও ৩১ কর্মকর্তাকে আসামি করা হয়।
পরে ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা আজিজ ও উৎপল দুদকের জিজ্ঞাসাবাদে অর্থপাচারের বিষয় স্বীকার করেন। তাদের দাবি, সাইফুজ্জামান চৌধুরীর সরাসরি নির্দেশেই টাকা পাচার করা হয়। এখন তদন্ত চলছে, নতুন উত্তোলনকৃত ১ কোটি ৭৬ লাখ টাকার সঙ্গে আগের পাচার চক্রের কোনো সম্পর্ক রয়েছে কিনা।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.