নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | 209 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৯টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে ৯ কোম্পানির। একই সময়ে আয় কমেছে ৫টির এবং লোকসানে রয়েছে ৫টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- জিবিবি পাওয়ার লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বিডি লিমিটেড, লিনডে বিডি লিমিটেড, ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।
জিবিবি পাওয়ার লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৩০ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৩৪ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ০৪ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ০৭ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ২৭ পয়সা।
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড : প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৬ পয়সা লোকসান হয়েছিল। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ২০ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ০৫ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ১৩ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১৩ পয়সা। গত অর্থবছর প্রথম প্রান্তিকে ইপিএস ছিল ৩ টাকা ১২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৪ টাকা ১ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫ টাকা ১৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩৬ পয়সায়।
এমজেএল বিডি লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৭৩ পয়সা।
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ২ টাকা ৮৫ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা ছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ৪৬ পয়সা।
লিনডে বিডি লিমিটেড: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০০ টাকা ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫১ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৩৯৮ টাকা ৫০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১৩ টাকা ০৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ টাকা ৫৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২০ টাকা ৩১ পয়সা।
ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড : প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৪ টাকা ১৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯৭ টাকা ০১ পয়সা।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড : প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৩ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৫৫ টাকা ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৪০ টাকা ৮৫ পয়সা।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৭ টাকা ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২২৮ টাকা ৬১ পয়সা।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪২ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৪ টাকা ৩১ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪৬ টাকা হয়েছে ৮৫ পয়সা।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় শেয়ারপ্রতি (ইপিএস) আয় বেড়েছে ৩ টাকা ৪৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪৪ টাকা হয়েছে ২৩ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.