নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | 306 বার পঠিত | প্রিন্ট
আগের বছরের তুলনায় তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) আয় বেড়েছে অধিকাংশ ব্যাংকের। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে আয় বেড়েছে ১৮টি ব্যাংকের। ব্যাংকগুলো হলো- শাহজালাল ইসলামি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, ইসলামি ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং পূবালী ব্যাংক লিমিটেড। তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়েছে এসব ব্যাংকের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
আরও দেখুন : ডিএসইর আজকের টার্নওভার তালিকা
জানা যায়, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে এক টাকা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৮৯ পয়সা।
অন্য ব্যাংকগুলোর মধ্যে-
শাহজালাল ইসলামি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ২৫ পয়সা।
ব্র্যাক ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১১ পয়সা।
ডাচ বাংলা ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৪৪ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।
এনসিসি ব্যাংক: জুলাই-সেপ্টেম্বর’২২ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৮ পয়সা।
ব্যাংক এশিয়া: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬১ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৭ পয়সা।
ওয়ান ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ আয় ছিল ১৮ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০২ পয়সা।
ইসলামি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০২ পয়সা।
সোস্যাল ইসলামি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।
প্রাইম ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৪২ পয়সা।
সিটি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৯ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে এক টাকা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৯ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ৪১ পয়সা।
ঢাকা ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৬ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৪ পয়সা।
এক্সিম ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১১ পয়সা।
ইউনিয়ন ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৭ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১৯ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ০৫ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৬ পয়সা।
আইএফআইসি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, গত বছর কই সময়ে যার পরিমাণ ছিল ৩৩ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ১০ পয়সা।
পূবালী ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৭২ পয়সা। আগের বছরের তুলনায় ব্যাংকটির আয় বেড়েছে ০৩ পয়সা।
আরও পড়ুন : আর্থিক খাতের ৯ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
আরও পড়ুন : আর্থিক খাতের ১৩ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে
আরও পড়ুন : চেক জমা দিয়ে চার শর্তে শেয়ার ক্রয় করা যাবে
আরও পড়ুন : ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন
আরও পড়ুন : মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : এনসিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : প্রাইম ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ১৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ১০ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার২৪
Posted ৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.