নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | 464 বার পঠিত | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) আয় কমেছে ১২ ব্যাংকের। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো হলো- ইউসিবি, এবি ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
আরও দেখুন : আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন চিত্র
জানা যায়, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় কমেছে এনআরবিসি ব্যাংকের। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১১ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ৩৯ পয়সা।
ইউসিবি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬১ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ০১ পয়সা।
এবি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ০১ পয়সা।
আল আরাফাহ ইসলামী ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ৩৫ পয়সা।
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ৩৪ পয়সা।
উত্তরা ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৬ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ২৫ পয়সা।
যমুনা ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ২১ পয়সা।
ইস্টার্ন ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৪৭ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ০৮ পয়সা।
সাউথইস্ট ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৫ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ২৩ পয়সা।
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫২ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ১২ পয়সা।
ট্রাস্ট ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা, গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৬২ পয়সা। আগের বছরের তুলোনায় ব্যাংকটির আয় কমেছে ২১ পয়সা।
আরও পড়ুন : আয় বেড়েছে অধিকাংশ ব্যাংকের
আরও পড়ুন : আর্থিক খাতের ৯ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে
আরও পড়ুন : আর্থিক খাতের ১৩ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে
আরও পড়ুন : চেক জমা দিয়ে চার শর্তে শেয়ার ক্রয় করা যাবে
আরও পড়ুন : ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন
আরও পড়ুন : ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
আরও পড়ুন : এনসিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : প্রাইম ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ১৯ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
আরও পড়ুন : ১০ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার২৪
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.