রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইডিআরএর আইনে বড় পরিবর্তন আসছে, বাড়ছে নিয়ন্ত্রক ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 175 বার পঠিত | প্রিন্ট

আইডিআরএর আইনে বড় পরিবর্তন আসছে, বাড়ছে নিয়ন্ত্রক ক্ষমতা

বিমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিদ্যমান আইনে পরিবর্তন ও হালনাগাদের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রতিষ্ঠানটি শুধু বিমা আইন নয়, তাদের নিজস্ব আইন “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০”-এরও সংশোধন করছে। সংশোধিত আইন দুটি আরও কার্যকর ও আধুনিক করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মতামত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইডিআরএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন পরিবর্তনের উদ্দেশ্য হলো—বিমা খাতকে সময়োপযোগী করা, বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করা। আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম বলেন, “আইন দুটি পাস হয়েছিল ২০১০ সালে। এখন অনেক সময় পেরিয়ে গেছে, তাই সময়োপযোগী হালনাগাদ প্রয়োজন। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএর ক্ষমতাও বাড়ানো জরুরি। বর্তমানে কোনো বিমা কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষমতা আইডিআরএর নেই; আইন সংশোধনের পর তা সম্ভব হবে।”

সংশোধিত খসড়া আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—একই ব্যক্তি, কোম্পানি বা পরিবারের সদস্যরা যেন কোনো বিমা কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে। একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে এককভাবে বা যৌথভাবে মিলে বিমা কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না।

এছাড়াও, আইডিআরএ সময় সময় যাচাই করবে—বিমা কোম্পানিগুলোর সহযোগী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত শর্ত ও নির্দেশনার আলোকে পরিচালিত হচ্ছে কি না।

আইডিআরএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৮২টি বিমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩৬টি জীবন বিমা এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি। কিন্তু খাতটির অব্যবস্থাপনার চিত্রও স্পষ্ট। গত ১৪ বছরে ২৬ লাখের বেশি বিমা পলিসি বাতিল হয়েছে। ২০২৪ সালে বিমা দাবি নিষ্পত্তির হার ছিল মাত্র ৫৭ শতাংশ—যেখানে মোট দাবি ছিল ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা, অথচ পরিশোধ করা হয়েছে মাত্র ৯ হাজার ৪৭৬ কোটি টাকা।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com