শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইডিআরএর অনুমোদনে তিন বীমা প্রতিষ্ঠানে সিইও পুনঃনিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫ | 136 বার পঠিত | প্রিন্ট

আইডিআরএর অনুমোদনে তিন বীমা প্রতিষ্ঠানে সিইও পুনঃনিয়োগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি সাধারণ বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনরায় নিয়োগ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রতিটি নিয়োগই তিন বছর মেয়াদে নবায়ন করা হয়েছে।

নবায়নপ্রাপ্ত সিইও-রা হলেন—প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আ. হামিদ, সিটি ইনস্যুরেন্স পিএলসির শামীম হোসেন এবং বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেডের সানা উল্লাহ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, আ. হামিদের নতুন মেয়াদ শুরু হবে ২০২৫ সালের ১ জুন থেকে, যা চলবে ২০২৮ সালের ৩১ মে পর্যন্ত। শামীম হোসেনের মেয়াদ ২০২৫ সালের ২ জুলাই থেকে ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত এবং সানা উল্লাহর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ১৬ মে থেকে ২০২৮ সালের ১৫ মে পর্যন্ত।

এছাড়াও, ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানিতে উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হক। তাঁর নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর, যা শুরু হবে ২০২৪ সালের ২২ ডিসেম্বর এবং শেষ হবে ২০২৬ সালের ২১ ডিসেম্বর।

আইডিআরএর এ ধরনের নিয়োগ ও নবায়ন সাধারণত কোম্পানিগুলোর পরিচালন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com