বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

অর্থপাচার ও অনিয়মের অভিযোগে তদন্তের আওতায় আরএসআরএম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | 241 বার পঠিত | প্রিন্ট

অর্থপাচার ও অনিয়মের অভিযোগে তদন্তের আওতায় আরএসআরএম

অর্থপাচার ও ঋণ খেলাপিসহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা চট্টগ্রামভিত্তিক প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম)-এর বিরুদ্ধে । এসব অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, কোম্পানিটির সার্বিক কার্যক্রম যাচাই করে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এর অংশ হিসেবে কোম্পানির কারখানা, অফিস, আর্থিক হিসাব এবং ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখা হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপ-পরিচালক মো. শাহনোজ, সহকারী পরিচালক মাহমুদুর রহমান এবং সহকারী পরিচালক ফারহানা ওয়ালেজা। কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ১০টি নির্দেশনা দিয়ে কমিটির কার্যাদেশ জারি করা হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।

তদন্তে যে বিষয়গুলো গুরুত্ব পাবে, তার মধ্যে রয়েছে—

পূর্ববর্তী তদন্ত প্রতিবেদনের আলোকে আইন লঙ্ঘনের বিষয় যাচাই

২০২১ সালের ৩০ জুনের পর আর্থিক প্রতিবেদন না দেওয়ার কারণ

আইপিও তহবিল (৩০ কোটি টাকা) ব্যবহারে অনিয়ম

ঋণ ব্যবস্থাপনা ও মূলধন ব্যবহারে অসংগতি

অর্থপাচার সংশ্লিষ্ট মামলাসমূহ পর্যালোচনা

কোম্পানির বর্তমান অবস্থা ও ব্যবসা পরিচালনার সক্ষমতা

পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সম্ভাব্য সংশ্লিষ্টতা যাচাই

তাছাড়া, ২০২১ সালের পর যদি কোনো আর্থিক প্রতিবেদন তৈরি হয়ে থাকে, তবে সেখানে উল্লিখিত রাজস্ব, বিক্রয়, নিট মুনাফা, শেয়ারপ্রতি আয় (EPS), নিট সম্পদ মূল্য (NAV), ইনভেন্টরি, অগ্রিম, নগদ অর্থ, শেয়ার মূলধন, স্বল্প ও দীর্ঘমেয়াদি দায়—এই সব বিষয়ের সত্যতা যাচাই করবে কমিটি।

বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে অনিয়মে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

উল্লেখ্য, আরএসআরএম ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং ২০২০ সালের শেষ দিকে উৎপাদন বন্ধ করে দেয়। এরপর থেকে তারা আর উৎপাদনে ফেরেনি, এমনকি গত পাঁচ বছরেও কোনো আর্থিক প্রতিবেদন বা লভ্যাংশ ঘোষণা করেনি। ২০২০ সালে সর্বশেষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জের সর্বশেষ তথ্যমতে, ২০২১ সালের পর থেকে আরএসআরএম-এর আর কোনো হালনাগাদ আর্থিক তথ্য জমা পড়েনি। ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করেও শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি।

বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। এর পরিশোধিত মূলধন ১০১ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার সংখ্যা ১০ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৮৮টি। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত সর্বশেষ হালনাগাদ শেয়ার ধারণ অনুযায়ী, উদ্যোক্তাদের কাছে রয়েছে ২৯.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫.৯৯ শতাংশ শেয়ার।

 

Facebook Comments Box

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com