নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | 158 বার পঠিত | প্রিন্ট
পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।
রোববার (১৮ আগস্ট) ড. হাসান বাবু ই-মেইলে পদত্যাগ পত্র ডিএসইতে জমা দিয়েছেন বলে শেয়ারনিউজকে নিশ্চিত করেছেন ডিএসইর এক পরিচালক।
এদিকে, ড. হাসান বাবুর পদত্যাগের খবরে ডিএসইর এক ব্রোকারেজ হাউজের সিইও বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করে ভালো করেছেন ডিএসইর চেয়ারম্যান। এতে করে সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছেন। অন্যথায় অসম্মানিত হতে হতো।
তিনি বলেন, আমরা সব স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ চাই। কেউ যদি পদত্যাগ করতে না চায়, তাহলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে। সেক্ষেত্রে তাদের সম্মানহানি হবে। যা আমরা চাই না।
শেয়ারবাজার২৪
Posted ৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.