নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ মে ২০২৫ | 177 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের জন্য ঘোষিত বোনাস ডিভিডেন্ড প্রদানের জন্য এখনো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
এই ডিভিডেন্ড ঘোষণার প্রেক্ষিতে রেকর্ড ডেট ২০ মে নির্ধারণ করেছিলো কোম্পানিটি। তবে এখনো পর্যন্ত বিএসইসির অনুমোদন না আসায় রেকর্ড ডেটটি কার্যকর হচ্ছে না বলে জানানো হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থে কোম্পানিটি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে।
Posted ১:০২ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.