নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | 16 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর বিষয়ে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক ৫০ কোটি টাকা কমিয়ে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য অনাপত্তিপত্র দিয়েছে।
আলোচিত বন্ডটি হবে সাব-অর্ডিনেটেড বন্ড। যা হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটির বিপরীতে কোনো জামানত রাখা হবে না। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
শেয়ারবাজার২৪
Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.