নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | 110 বার পঠিত | প্রিন্ট
আজ ০২ জানুয়ারি সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর ১২টার পর টানা নিম্নমুখী হয় সূচক। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৯.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। আজ লেনদেন ১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৫ শতাংশ কমেছে।
ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির বা ২৪.৬২ শতাংশের, কমেছে ২২৯টির বা ৫৭.৫৪ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৮৪ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে
শেয়ারবাজার২৪
Posted ৪:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.