শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিএসআর খাতে ব্যাংকের ব্যয় অর্ধেকে নেমে এলো জানুয়ারি-জুন সময়ে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | 163 বার পঠিত | প্রিন্ট

সিএসআর খাতে ব্যাংকের ব্যয় অর্ধেকে নেমে এলো জানুয়ারি-জুন সময়ে

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারি-জুন ২০২৫ সময়ে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় দাঁড়িয়েছে মাত্র ১৫০ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৩০৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে এ খাতে ব্যয় কমেছে প্রায় ১৫৯ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, ব্যাংকগুলোর নিট মুনাফা কমে যাওয়ার ফলে সিএসআর খাতে ব্যয়ও হ্রাস পেয়েছে। প্রতিবেদনে আরও জানা যায়, ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে এই খাতে ব্যয় হয়েছিল ৩০৬ কোটি টাকা, যা চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যয়ের দ্বিগুণেরও বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ুসহ সব খাতেই ব্যয় কমেছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক জানুয়ারি-জুন সময়ে কোনো সিএসআর ব্যয়ই করেনি। এছাড়া, ২০২৪ সালে ১৬টি ব্যাংক নিট মুনাফা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তারাও এ খাতে অর্থ বরাদ্দ দিতে পারেনি।

২০২৫ সালের জন্য সিএসআর খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩৮ কোটি টাকা, যা ২০২৪ সালের নিট মুনাফার ৩.১৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো তাদের নিট মুনাফার সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সিএসআর খাতে ব্যয় করতে পারে। এর মধ্যে ৩০ শতাংশ শিক্ষা, ৩০ শতাংশ স্বাস্থ্য এবং ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু খাতে ব্যয় বাধ্যতামূলক। বাকি ২০ শতাংশ বরাদ্দ করতে হবে আয়ের উৎস সৃষ্টি, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য খাতে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিট মুনাফা কমে যাওয়ার পাশাপাশি অতীতে বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও শিক্ষা তহবিলে অনুদান দেওয়ার যে নিয়ম ছিল, তা শিথিল হওয়াও ব্যয় হ্রাসের একটি বড় কারণ।

খাতভিত্তিক তথ্য
২০২৪ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যয় হয়েছিল:

  • শিক্ষা খাতে: ৬৩ কোটি টাকা

  • স্বাস্থ্য খাতে: ২৩ কোটি টাকা

  • পরিবেশ ও জলবায়ু খাতে: ৭.৩ কোটি টাকা

  • অন্যান্য খাতে: ১৬৬ কোটি টাকা

  • অপরদিকে ২০২৫ সালের একই সময়ে ব্যয় দাঁড়িয়েছে:

  • শিক্ষা খাতে: ৩৪ কোটি টাকা

  • স্বাস্থ্য খাতে: ২৮ কোটি টাকা

  • পরিবেশ ও জলবায়ু খাতে: ৫ কোটি টাকা

  • অন্যান্য খাতে: ৮২ কোটি টাকা

অর্থাৎ শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমলেও স্বাস্থ্য খাতে ব্যয় সামান্য বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com