নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ জুন ২০২১ | 501 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে চাঙ্গা ছিল বিশ্ব শেয়ারবাজার। এর আগের সপ্তাহের ব্যাংক দরপতনের কবলে পড়েছিল আন্তর্জাতিক শেয়ারবাজার। কিন্ত গত সপ্তাহে সেই দরপতন থেকে বেড়িয়ে উত্থানে ফিরেছে বিশ্বের প্রধান শেয়ারবাজারলো। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার গত সপ্তাহে বেশ চাঙ্গা অবস্থায় ছিল। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৯ শতাংশ বা ২৩৭.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪৩৩.৮৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৪৪ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৩৩ শতাংশ বা ১৪.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৮০.৭০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ২.৭৪ শতাংশ বেড়েছে।
নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৯.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৬০.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ২.৩৫ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৬০ শতাংশ বা ১০০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৫৮.৭৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ৩.১৯ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: যুক্তরাষ্ট্রের মতো দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৩৭ শতাংশ বা ২৬.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭১৩৬.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৬৯ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ১৮.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬০৭.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৪ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬২২.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮২ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ৮৮.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫৫১০.৫০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৬ শতাংশ বেড়েছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ১৯০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯০৬৬.১৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৫ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৪০ শতাংশ বা ৪০৫.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯২৮৮.২২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৯ শতাংশ কমেছে।
চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.১৫ শতাংশ বা ৪০.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬০৭.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৩৪ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২২৬.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৯২৫.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১১ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ১.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১২১.৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭২ শতাংশ কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
sharebazar24 |
.
.