শুক্রবার ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যশোর জেলা প্রশাসককে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | 565 বার পঠিত | প্রিন্ট

যশোর জেলা প্রশাসককে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসককে ৩০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সিলিন্ডারের পাশাপাশি আনুসাঙ্গিক সরঞ্জামাদি দিয়েছে কোম্পানিটি। আজ মঙ্গলবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন এর হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (প্রশাসন ও সরবরাহ) মেজর ফারুখ আহমেদ খান(অবসরপ্রাপ্ত)। এসময় যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান উপস্থিতি ছিলেন। সাইফ পাওয়ারটেক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেড করোনাকালীন সময়ে মেডিক্যাল যন্ত্রপাতি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আর্তমানবতার সেবায় অনন্য অবদান রেখে চলেছে। এছাড়া দেশের ক্রীড়া উন্নয়নে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে।

উল্লেখ্য গত ১০ জুন মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মূখ্য সচিব আহমেদ কায়কাউস এর হাতে ২ কোটি টাকার অনুদানের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন।

সম্প্রতি শেখ রাসেলের জন্মদিনে সাইফ পাওয়ারটেক শিক্ষাবৃত্তি হিসেবে ১ কোটি ৮০ লক্ষ টাকা ও ১০০টি ল্যাপটপ প্রদান করেছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল ১ হাজার শিক্ষার্থীকে প্রতি মাসে জনপ্রতি ১৫০০ টাকা করে বছরে মোট ১ কোটি ৮০ লক্ষ টাকা অনুদান দেন তরফদার মো: রুহুল আমিন।

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিভিন্ন সময়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কার্যক্রম পালন করে আসছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]