
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ আগস্ট ২০২১ | 5589 বার পঠিত | প্রিন্ট
জুন ক্লোজিং হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ অনুষ্ঠিত ট্রাস্ট্রি কমিটির সভায় সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষঅন করেছে এ ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ ফান্ডের ট্রাস্টি কমিটি। অর্থাৎ প্রতি ইউনিটের বিপরীতে এক টাকা ৭৫ পয়সা পাবে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডররা। এর আগে গত বছর ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২১ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৩২ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.