
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ জুন ২০২৫ | 67 বার পঠিত | প্রিন্ট
চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনকে ঘিরে দেশের বিনিয়োগ খাতে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “চীনের এত বড় বিনিয়োগ প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি। এটি আমাদের জন্য নতুন মাত্রার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
রোববার (১ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
চীন-বাংলাদেশ সম্মেলনে ঐতিহাসিক অংশগ্রহণ
বেজা ও বিডার যৌথ আয়োজনে ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন। এতে অংশ নেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের ১৪৩টি প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সম্মেলনে ফরচুন ৫০০ তালিকাভুক্ত ৬টি কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
বিনিয়োগ নীতি ও সম্ভাবনার উপর জোর
সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ নীতি ও অনুকূল পরিবেশ তুলে ধরেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রোচি। সম্মেলনে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতসহ চীনের চারটি প্রধান বাণিজ্যিক চেম্বারের সভাপতি।
আলোচনায় উঠে আসে:
অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা
গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ
ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি খাতে চীনা প্রযুক্তি স্থানান্তর
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগের সুযোগ
শতাধিক দ্বিপাক্ষিক আলোচনায় উন্মোচিত যৌথ প্রকল্প সম্ভাবনা
বিডা জানায়, সম্মেলনের B2B (Business-to-Business) এবং B2G (Business-to-Government) সেশনে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।
আগামী দুই দিনের মধ্যে সরকারের বিভিন্ন বিভাগে দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক (MoU) সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিডা।
চাঁদপুরে চীনা বিনিয়োগে এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল
সম্মেলনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাইনিজ এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর। এ চুক্তি হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং PowerChina International Group Ltd. এর মধ্যে।
বিডা চেয়ারম্যানের আশাবাদ
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “এই সম্মেলন বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বে একটি মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং দেশে উচ্চমানের বিনিয়োগ প্রবাহ বাড়বে।”
Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.