শুক্রবার ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিও’র অর্থ ব্যয়ে সময় আবারও বাড়লো

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | 181 বার পঠিত | প্রিন্ট

আইপিও’র অর্থ ব্যয়ে সময় আবারও বাড়লো

পঞ্চমবারের মতো ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আবারও বাড়ানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয়ের সময়সীমা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৮ সালে। আইপিওর মাধ্যমে সংগৃহীত ৩০ কোটি টাকা ২০২০ সালের এপ্রিলের মধ্যে ব্যয় করার কথা ছিল কোম্পানিটির। এর আগে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় করতে না পেরে ২০২০-২০২৪ সাল পর্যন্ত চার দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ পঞ্চম দফায় কোম্পানিটির আইপিওর অর্থ ব্যয়ের সময় বাড়ানো হলো।

গত সোমবার সিলভা ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানিটির ৭৩.১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছেন। আইপিওর অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় করতে না পারার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটেছে এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে কোম্পানির ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হয়েছে। ডলার সংকটের কারণে ব্যাংক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে রাজি হয়নি। এ পরিস্থিতিতে কোম্পানি নতুন কারখানা ভবন ও আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি স্থাপন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে আইপিওর অর্থ ব্যয় করা সম্ভব হয়নি এবং এজন্য আরো এক বছর সময় বাড়ানো প্রয়োজন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com