নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 25 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি ইপিএস ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সানলাইফ ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, প্রিমিয়ার ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ৩১ অক্টোবর, বিকাল ২.৪৫টায়, ৩০ অক্টোবর বিকাল ৩টায় মাইডাস ফাইন্যান্স এবং সন্ধ্যা ৬টায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সেরর, এবি ব্যাংকের ৩১ অক্টোবর বিকাল ২.৩০টায়, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৩১ অক্টোবর বিকাল ৪টায়, ফার্স্ট ফাইন্যান্সের ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায়, প্রিমিয়ার ব্যাংকের ৩০ অক্টোবর বিকাল ৪টায়, ফিনিক্স ফাইন্যান্সের ৩০ অক্টোবর বিকাল ৩টায়, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৩০ অক্টোবর বিকাল ৪টায়, গ্লোবাল ইসলামী ব্যাংকের ২৯ অক্টোবর বিকাল ৩টায় এবং ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ৩০ অক্টোবর বিকাল ২.৪৫টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
শেয়ারবাজার২৪
Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.