নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | 24 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত ১২ আগস্ট বন্ড ইস্যুর অনুমতি পায় ব্যাংকটি। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনুমতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দিয়েছে।
বন্ডটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।
শেয়ারবাজার২৪
Posted ১২:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.