
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | 78 বার পঠিত | প্রিন্ট
আজ ৩১ জুলাই সূচকের সামান্য উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের একটানা পতন হলেও দুপুর ১২টার পর থেকে ধীর গতিতে সূচক বাড়তে থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮০.৪৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৩.৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৬.১৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৯৩৫ টি শেয়ার ১ লক্ষ ৪৫ হাজার ৬০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬০.৭১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৬৯.৫২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫১.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮১.৮৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৫ টির, কমেছিল ৩৪০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে কাল ৬.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ১১ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৫৩৩ টি শেয়ার ১ লক্ষ ৩১ হাজার ৯৯১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.