রবিবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | 23 বার পঠিত | প্রিন্ট

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

আজ ০৩ সেপ্টেম্বর সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১টা ১০ মিনিট পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৬.৫১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৭.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩.০৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৯ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৭২৮ টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৩৮০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৮০৩.৭১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৩৬.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৪.১১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল৮০ টির, কমেছিল ২৯১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.১৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ২৮ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৫৬৬ টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৪৬৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৩৯ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৫ শতাংশ বা ৯১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫০১.৪২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৮৭৩ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]