
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ জুন ২০২৫ | 48 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড আগামী আড়াই মাস পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখবে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ১৬ আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, এই সময়ের মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধের কারণ হিসেবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বস্ত্রখাতে চলমান আর্থিক অস্থিরতা, কাঁচামালের উচ্চমূল্য, এবং বাজারে অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদ দুই মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং পরে জানানো হয়, ১ জুলাই থেকে পুনরায় উৎপাদন শুরু হবে। তবে বাস্তবে তা হয়নি।
পরবর্তীতে ডিএসই’র একটি পরিদর্শক দল সাফকোর কারখানা পরিদর্শন করে এবং কারখানাটি বন্ধ অবস্থায় পায়। ডিএসই তাদের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করেছে।
বর্তমানে সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক অবস্থা এবং কার্যক্রম পুনরায় শুরুর নির্ভরযোগ্য সময়সূচি না থাকায় এ সংশয় আরও বেড়েছে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.