নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | 59 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে টেকনো ড্রাগসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮১.৪৩ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৫ টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ টাকা ৫০ পয়সায় । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ৫০ পয়সা।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নী সিস্টেমসের শেয়ার দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা।
১১.২৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এনআরবি ব্যাংক।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ৯.৬২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৯.৫৯ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৯.৩৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৯.২০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৭.৮৩ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৭৮ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৯:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.