নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | 47 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৯.৬০ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৯০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর কমেছে ১৪.৫৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৪৯ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৯৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ টাকা ৯০ পয়সা।
১২.৯০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান ফিডের ১১.৭৮ শতাংশ, জাহিন টেক্সের ১১.৬৭ শতাংশ, সি পার্ল হোটেলের ১১.৬৫ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১১.১৭ শতাংশ, মিথুন নিটিংয়ের ১১.০৭ শতাংশ, সিএপিএমবিডিবিএলের ১০.৯৬ শতাংশ এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৮৭ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৯:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.