
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ মে ২০২৫ | 100 বার পঠিত | প্রিন্ট
দেশের অনেক উন্নয়ন প্রকল্পেই বিনিয়োগের তুলনায় প্রত্যাশিত রিটার্ন পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ও বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা ও সোশ্যাল অডিট চালুর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “জনগণের অর্থ কোথায় যাচ্ছে তা সবার জানা দরকার।”
সোমবার (২৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উন্নয়ন প্রকল্পের জবাবদিহিতা, মূল্যায়ন এবং নীতিনির্ধারণের স্বচ্ছতা—এই তিনটি স্তম্ভকে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়। ড. সালেহউদ্দিন বলেন, “শুধু নীতিগত কাগজ তৈরি করলেই হবে না, প্রকল্পগুলো বাস্তবে জনগণের জন্য কতটা সুফল বয়ে আনছে, তা মূল্যায়নের জন্য যথাযথ অডিট ও সোশ্যাল অডিট নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় জনগণকে প্রকল্পের নাম, উদ্দেশ্য, ব্যয়, সময়সীমা এবং প্রকল্পের ব্যাপ্তি সম্পর্কে জানানো উচিত। এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রকল্পে কারচুপির সুযোগ কমবে।”
সেমিনারে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “বাংলাদেশকে এখন আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিখে সেরা চর্চাগুলোকে নিজেদের বাস্তবতায় প্রয়োগ করতে হবে। এনডিবির সহযোগিতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণ আমাদের জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে সহায়ক হবে।”
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল প্রফেশনাল স্পেশালিস্ট হেনরিক পিসাইয়া বলেন, “এই সেমিনারটি প্রমাণ করেছে যে জবাবদিহিতা এবং সঠিক মূল্যায়ন প্রকল্পের সফলতার জন্য অপরিহার্য। এই দিকগুলো জোরদার করলে উন্নয়ন প্রকল্পে প্রত্যাশিত রিটার্ন পাওয়া সম্ভব।”
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতা বাড়ছে বলেও জানা গেছে। ২০২১ সালে বাংলাদেশ এনডিবিতে ব্রিকস-বহির্ভূত প্রথম দেশ হিসেবে যোগ দেয়। এখন তারা অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে অর্থায়ন অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.