নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | 22 বার পঠিত | প্রিন্ট
আগের সপ্তাহের পতন কাটিয়ে বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এর ফলে সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি পুঁজি ফিরেছে। অর্থাৎ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৪৯ কোটি ৭৪ লাখ টাকা বা ০.৯৭ শতাংশ। একই সঙ্গে আলোচ্য সপ্তাহে সূচক ও টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থা বিরাজ করেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৪.৫ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪.৪২ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২২.১৮ পয়েন্ট বা ১.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪১.২৬ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৩৪.১২ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৪.৭১ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১০.১৫ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৩.২০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২৯৩টি, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯১কোটি ৯৪ লাখ ৫০ হাজার শেয়ার ৬ লাখ ৫৫ হাজার ১৫৪বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা বা ১.৫৪ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭৪৯ কোটি ৭৪ লাখ টাকা বা ০.৯৭ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২.১৯ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২০.২৪ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৮৯.৪১ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৫৪.৫৮ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৯৩ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ এবং সিএসআই সূচক ৮.৭৫ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২১৯.৩২ পয়েন্টে এবং এক হাজার ৪৭.৭৪ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ২৮৪.৫৪ পয়েন্ট বা ২.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৯.৯২ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৫৮টি, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৪ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫১ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ১১৭ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২২২ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৬৬৮ টাকা বা ৪২৯.২০ শতাংশ।
শেয়ারবাজার২৪
Posted ৬:১২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.