রবিবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ আগস্ট ২০২৪ | 51 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

বিদায়ী সপ্তাহে (২৮ জুলাই-০১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, রিলায়েন্স ওয়ান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স, শমরিতা হাসপাতাল, আলিফ ইন্ডাস্ট্রিজ, রেনেটা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং অগ্নী সিস্টেমস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ১০ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৬৩ টাকা ৩০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- আইসিবি সোনালী ওয়ানের ৭ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা, পিপলস ইন্স্যুরেন্সের ৬ কোটি ৯৩ লাখ টাকা, শমরিতা হাসপাতালের ৬ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা, রেনেটার ৫ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা এবং অগ্নী সিস্টেমসের ৪ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন হোসেন উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]