রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারে শক্তিশালী ব্যাংকগুলোই পাবে বিদেশে শাখা খোলার ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ মে ২০২৫ | 50 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে শক্তিশালী ব্যাংকগুলোই পাবে বিদেশে শাখা খোলার ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক: দেশের বাইরে শাখা, এক্সচেঞ্জ হাউস বা প্রতিনিধি অফিস খোলার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র আর্থিকভাবে মজবুত, অভিজ্ঞ এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ব্যাংকগুলোই বিদেশে কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে।

সম্প্রতি জারি করা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে শাখা বা সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের কমপক্ষে সাত বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে ব্যাংকটির ক্রেডিট রেটিং ‘শক্তিশালী’ বা ‘সন্তোষজনক’ পর্যায়ে থাকতে হবে।

এছাড়া, ব্যাংকটি অবশ্যই শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং ‘এ’ ক্যাটাগরিভুক্ত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, নীতিমালার এ পরিবর্তনের ফলে দুর্বল আর্থিক অবস্থার ব্যাংকগুলোর বিদেশে কার্যক্রম সম্প্রসারণ সীমিত হবে। বর্তমানে কিছু দুর্বল ব্যাংক বিদেশে কার্যক্রম চালালেও ভবিষ্যতে তাদের জন্য নতুন শাখা খোলা কঠিন হবে।

নতুন নীতিমালায় আরও বলা হয়, বিদেশি নিয়ন্ত্রক সংস্থার (যেমন: সে দেশের কেন্দ্রীয় ব্যাংক) অনুমোদন ছাড়া কোনো কার্যক্রম চালানো যাবে না। এছাড়া, বাংলাদেশি নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং তাদের আয়ের অংশ দেশে ফিরিয়ে আনার পরিবেশও নিশ্চিত করতে হবে।

যেসব দেশে নতুন শাখা খোলা হবে, সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকা বাধ্যতামূলক। যদি সেখানে আগে থেকেই কোনো বাংলাদেশি ব্যাংকের উপস্থিতি থাকে, তাহলে নতুন প্রস্তাবের যৌক্তিকতা স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।

এক্সচেঞ্জ হাউস স্থাপনের ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। অনুমতির ক্ষেত্রে ওই দেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীর সংখ্যা, রেমিট্যান্স প্রবাহ এবং দ্বিপক্ষীয় আর্থিক লেনদেনের পরিসর বিবেচনায় নেওয়া হবে।

সব ধরনের বিদেশি কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট শাখা বা প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকেই ব্যয় বহন করতে হবে। প্রতি অর্থবছর শেষে অর্জিত নিট মুনাফা দেশে প্রত্যাবাসনের বিষয়টি বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশে ব্যাংকিং কার্যক্রমও প্রসারিত হয়েছে। ২০০১ সাল থেকে দেশের কয়েকটি ব্যাংক বিদেশে শাখা, এক্সচেঞ্জ হাউস ও ফাইন্যান্স কোম্পানি পরিচালনা করছে। তবে ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীতিমালায় এ পরিবর্তন আনা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com