নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 151 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে সাম্প্রতিক ধারাবাহিক পতনকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ এপ্রিল) গঠিত চার সদস্যের এই কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির জারি করা আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক বাজার পতন স্বাভাবিক নয় এবং এর পেছনে কোনো অনিয়ম আছে কি না তা খতিয়ে দেখা জরুরি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ XVII) এবং বিএসইসি আইন, ১৯৯৩ অনুযায়ী এই তদন্ত পরিচালিত হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর ব্যাংক ও আর্থিক খাতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিলেও, তার প্রতিফলন শেয়ারবাজারে দেখা যায়নি। বরং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ শতাংশ কমে গেছে। বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের অভিযোগ, বর্তমান কমিশন বাজার ব্যবস্থাপনায় ব্যর্থ, ফলে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের আন্দোলন চলছে।
Posted ১১:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.