নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | 22 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও অপর দুই সূচকের পতন হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ৬৫০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতায় টাকার অংকে লেনদেন কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.২৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯৬.৮২ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১১.৯২ পয়েন্টে।
ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২.৯২ পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৩.৯৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪.৪৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫.৯৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৬৬টি, কমেছে ১৭৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৫ কোটি ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার ৭ লাখ ৪০ হাজার ৬৪৮বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২১১ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা বা ১৬.৫৩ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬৫১ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা বা ০.১০ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৭৯ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮১.১০ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২০.৪৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৭১.২৯ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ০.৯৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৭.০৮ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৮.৯৩ পয়েন্টে এবং ৯৪১.৪১ পয়েন্টে।
এছাড়া, সিএসই-৩০ সূচক ২৩.৩৪ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৯৯.৭০ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৭৪টি, কমেছে ১১২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৯৮৯ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৬৩১ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার ৬৪২ টাকা বা ১০.৫২ শতাংশ।
শেয়ারবাজার২৪
Posted ৫:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.