রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জুন ২০২৫ | 96 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

আজ ১৬ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৪০ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ১০টি হলো- লাভেলো আইস্ক্রিম, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অগ্নী সিস্টেমস, সানলাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, শাহজালাল ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান এবং ইস্টার্ন ব্যাংক। আজ এই ১০ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫৭ লাখ ৪ হাজার টাকার।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। এদিন কোম্পানিটির ১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্নী সিস্টেমস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৮২ লাখ ৯৫ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ৭৫ লাখ ৪০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৫৬ লাখ ৩৬ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ৫৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com