
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | 111 বার পঠিত | প্রিন্ট
দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ বৃদ্ধির শঙ্কা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গত মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা এই খাতের বিতরণ করা ঋণের ১১ দশমিক ১০ শতাংশ।
এরই মধ্যে দেশের চলমান পরিস্থিতিতে ক্ষতির কথা জানিয়ে ঋণের সুদ মওকুফ এবং ঋণ পুনঃতপশিলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ ও সাধারণ ছুটি ঘোষণা থাকায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক লোকসান গুনতে হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পণ্য আমদানি-রপ্তানিতে প্রভাব পড়ার কারণে তারা ঋণ পরিশোধে বিশেষ ছাড় চাইছেন ব্যাংকগুলোর কাছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকেও ব্যবসায়ীরা ব্যাংকিং ইস্যুতে ঋণ পরিশোধে বাড়তি সময়, ঋণ রিশিডিউল ও কম সুদের হারের দাবির বিষয়ে জানান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা রয়েছে।
দেশের ব্যবসায়ীরা করোনা মহামারির কারণে ২০২০ সালে ঋণের কোনো কিস্তি পরিশোধ না করেও খেলাপি হননি। পরে ২০২১ সালে সব ধরনের ঋণের ক্ষেত্রে কিস্তির মাত্র ১৫ শতাংশ পারিশোধ করে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন ঋণগ্রহীতারা। ২০২২ সালেও পরিশোধিত মোট কিস্তির মাত্র ৫০ শতাংশ পরিশোধ করার সুযোগ পান ব্যবসায়ীরা।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান মনে করেন, চলমান পরিস্থিতির কারণে অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছেন। তাই খেলাপি ঋণ আরও বাড়তে পারে।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই বা ফিকি) সভাপতি জাভেদ আখতার মনে করেন, সাম্প্রতিক অচলাবস্থার অর্থনৈতিক প্রভাব প্রায় ১০ বিলিয়ন ডলারের হতে পারে, যা আরও বাড়ছে।
তবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বিজিএমইএর বরাত দিয়ে জানিয়েছেন, এই সংগঠনের সদস্য কারখানাগুলোতে ৬ হাজার ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনা করেনি তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ।
শেয়ারবাজার২৪
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.