বুধবার ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | 43 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২ হাজার কোটি টাকার বেশি

বিদায়ী সপ্তাহে (০৩-০৯ অক্টোবর) দেশের শেয়ারবাজাওে ব্যাপক দরপতন হয়েছে। আলোচ্য সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। এর মধ্যেও সপ্তাহজুড়ে ২ হাজার কোটি টাকার বেশি পুঁজি ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা। অর্থাৎ বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি ৪০ হাজার টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৫২ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২.০৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.৪ পয়েন্ট বা ১.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২০৫.৮৭ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৪.৯৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৫৮.১৫ পয়েন্ট বা ৪.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.৮২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২১১টি, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫২ কোটি ৮৭ লাখ ৮০ হাজার শেয়ার ৪ লাখ ৯১ হাজার ৪৩৩বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ ৩০ হাজার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৬৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা বা ৩১.১৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩০১ কোটি ৪০ হাজার টাকা বা ০.৩৪ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৬.৪২ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৫.৩৪ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৮২.৬৪ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯২.৩৮ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক -১০.৯ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ৮.৮ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৪৭.৬০ পয়েন্টে এবং ৯৮২.৬২ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক -১৫৪.৯৩ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৩০২.৪১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১১৪টি, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭ লাখ ৭০ হাজার ১৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৮৫ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৬ লাখ ২৩ হাজার ৬৯ টাকা বা ১৪.৭৩ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন মিয়া উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]