রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজেট ২০২৫-২৬: আয়-ব্যয় ও বিনিয়োগে বড়সড় পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত খাতে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | 104 বার পঠিত | প্রিন্ট

বাজেট ২০২৫-২৬: আয়-ব্যয় ও বিনিয়োগে বড়সড় পরিকল্পনা রাষ্ট্রায়ত্ত খাতে

আগামী ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য সরকার বড়সড় রাজস্ব সংগ্রহ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৬১৪ কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব থাকছে এবারের বাজেটে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত খাত থেকে ২৫ হাজার ২২২ কোটি টাকা কর আদায়ের পরিকল্পনা রয়েছে। যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে নির্ধারিত ২৩ হাজার ৬০৭ কোটি টাকার তুলনায় ৬.৮৩ শতাংশ বেশি।

📈 রাষ্ট্রায়ত্ত খাতের আয় বাড়ছে ৩২ হাজার কোটি টাকা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে মোট আয় ধরা হচ্ছে ৫ লাখ ৪ হাজার ৩৬০ কোটি টাকা। এর মধ্যে—

  • পরিচালন আয়: ৪ লাখ ৫১ হাজার ৫৯৪ কোটি টাকা
  • অপরিচালন আয়: ৫২ হাজার ৭৬৫ কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মোট আয় লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৭১ হাজার ৯১৬ কোটি টাকা। ফলে আগামী অর্থবছরে মোট আয় বাড়ছে প্রায় ৩২ হাজার ৪৪৪ কোটি টাকা।

তবে লক্ষণীয় বিষয় হলো, পরিচালন আয় বাড়লেও অপরিচালন আয় কমে যাচ্ছে প্রায় ১ হাজার ৬৯০ কোটি টাকা।

📉 ব্যয়েও বাড়তি পরিকল্পনা
২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৪ লাখ ৩৪ হাজার ১৩০ কোটি টাকা, যেখানে—

  • পরিচালন ব্যয়: ৪ লাখ ২৬ হাজার ৬৬৯ কোটি টাকা
  • অপরিচালন ব্যয়: ৭৪ হাজার ৬০৫ কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৪ লাখ ৬ হাজার ৭৭৮ কোটি টাকা। অর্থাৎ ব্যয় বাড়ছে ২৭ হাজার ৩৫২ কোটি টাকার বেশি।

💰 উদ্বৃত্ত ও বিনিয়োগ পরিকল্পনা
আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত খাতে উদ্বৃত্ত ধরা হচ্ছে ৭০ হাজার ২৩০ কোটি টাকা। একইসঙ্গে বিনিয়োগ বাড়িয়ে ৪০ হাজার ৮১ কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যা চলতি অর্থবছরের ২৭ হাজার ১৭৯ কোটি টাকার তুলনায় প্রায় দ্বিগুণ।

🏦 কোষাগারে জমা হবে প্রায় ২৭ হাজার কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি কোষাগারে মোট ২৬ হাজার ৯০৪ কোটি টাকা জমা হবে বলে প্রত্যাশা করছে সরকার। এর মধ্যে—

  • কর বাবদ: ২৫ হাজার ২২২ কোটি টাকা
  • লভ্যাংশ বাবদ: ১ হাজার ২৪ কোটি টাকা
  • উদ্বৃত্ত তহবিল থেকে: ৬৫৮ কোটি টাকা
  • চলতি অর্থবছরে কোষাগারে জমার লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ১৩৩ কোটি টাকা।

🗓️ বাজেট ঘোষণা ২ জুন, থাকছে মূল্যস্ফীতি ও সামাজিক খাতে বিশেষ নজর
আগামী ২ জুন বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। সম্ভাব্য বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

সূত্র মতে, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বাড়তি বরাদ্দ রাখা হবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য প্রায় ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে।

Facebook Comments Box

Posted ১:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com