নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | 26 বার পঠিত | প্রিন্ট
সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বাড়ানোর পাশাপাশি ব্যাংকটি দুটি মিউচ্যুয়াল ফান্ড আনার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, মিডল্যান্ড ব্যাংকের অধীনস্থ কোম্পানি ‘মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবিএএমসিএল)’ এর ৫ কোটি টাকার পরিশোধিত মূলধনকে ১২ কোটি টাকা করা হবে।
এছাড়া ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটির অধীনে ‘মিডল্যান্ড ব্যাংক ফিক্সড ইনকাম ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড’ নামের দুটি মিউচ্যুয়াল ফান্ড আনা হবে।
ফান্ড দুটিতে উদ্যোক্তা হিসেবে মিডল্যান্ড ব্যাংক থেকে আড়াই কোটি টাকা করে বিনিয়োগ করা হবে। ফান্ড দুটির আকার হবে ২৫ কোটি টাকা করে।
শেয়ারবাজার২৪
Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.