বুধবার ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে শেয়ারবাজারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 17 বার পঠিত | প্রিন্ট

পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে শেয়ারবাজারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়

পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে দেশের শেয়ারবাজারকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজসমূহের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁও অনুষ্ঠিত সভায় শেয়ারবাজারের শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিএসইসি’র কমিশনার জনাব মু. মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার মো. আলী আকবর ও ফারজানা লালারুখ এবং সংশ্লিষ্ট কর্মকার্তারাও উপস্থিত ছিলেন ।

সভায় সূচনা বক্তব্যে বিএসইসি’র চেয়ারম্যান বলেন, বিএসইসি শেয়ারবাজারের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলোর সাময়িক সমাধান নয়, বিশ্বমানের যুগোপযোগি সংস্কারের মাধ্যমে টেকসই ও নিশ্চিত সমাধানে কাজ করছে।

তিনি বলেন, কমিশন শেয়ারবাজারের সংস্কারের জন্য টাস্কফোর্স গঠন করেছে এবং ফোকাস গ্রুপের মাধ্যমে বাজারের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সংস্কারের রূপরেখা তৈরি করা হবে।

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজারের বাজার মধ্যস্ততাকারীদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হবে। এর মাধ্যমে আগামীতে বাজারে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান সিকিউরিটিজ আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করার মাধ্যমে সকল অনিয়ম দূর করে দেশের শেয়ারবাজারকে বিশ্বমানের ও মেধাভিত্তিক করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় ব্রোকারেজ হাউজসমূহের শীর্ষ প্রতিনিধিবৃন্দ দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কারসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতের মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি অনুষ্ঠিত সভায় বিশেষ গুরুত্ব পায়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
মো. মহসিন মিয়া উপদেষ্টা সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: [email protected]