নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | 22 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুইটি হলোঃ এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ০১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়ের প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডেরদীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ জুন, ২০২৪ পর্যন্ত ৬ মাসের প্রস্তুতকৃত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিংস লিমিটেড আর পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
শেয়ারবাজার২৪
Posted ৫:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.