নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | 23 বার পঠিত | প্রিন্ট
গত কয়েকদিন ধরে ধারাবাহিক দরপতন হচ্ছে দেশের শেয়ারবাজারে। সেই ধারাবাহিকতায় আজও ০৪ সেপ্টেম্বর সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই ধারাবাহিক দরপতন ঠেকাতে বাজার মনিটরিং জোরদার করতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, আওয়ামীলীগ সরকারের প্রেতাত্মারা এখনো শেয়ারবাজারে সক্রিয় রয়েছে। তারাই পরিকল্পিতভাবে দরপতন ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে। তাই দরপতন ঠেকাতে চক্রটিকে আইনের এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করতে হবে। যাতে কেউ বাজার নিয়ে না খেলতে পারে।
এদিকে আজ ০৪ সেপ্টেম্বর সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১টা ২৪ মিনিট পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৪ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৭.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৯.০৬ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৭.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.২৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, কমেছে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১৬ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ২০ টি শেয়ার ১ লাখ ৬৫ হাজার ৭৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৮৬.৫১ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৩৭.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৩৩.০৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০২ টির, কমেছিল ২৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
গত কার্যদিবসে ডিএসইতে ১৯ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৭২৮ টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৩৮০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭২৬ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৩ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৬৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৪৩৮.২৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৯৭৬ টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৫:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.