
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ মে ২০২৫ | 35 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের শেয়ারবাজারে সার্বিকভাবে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক ছিল নিম্নমুখী এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। তবে এর মধ্যেও ছয়টি খাতের শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের জন্য মুনাফার সুযোগ তৈরি করেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনায় দেখা গেছে, সর্বোচ্চ মুনাফা এসেছে আর্থিক খাত থেকে। সপ্তাহজুড়ে এই খাতে শেয়ারদর বেড়েছে ৯.০০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে, যেখানে দর বেড়েছে ৮.৭০ শতাংশ। ২.৮০ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে ব্যাংক খাত রয়েছে তৃতীয় স্থানে।
বাকি তিনটি লাভজনক খাত হলো—লাইফ ইন্স্যুরেন্স, যেখানে দর বেড়েছে ২.০০ শতাংশ; পাট খাতে ০.৮০ শতাংশ; এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০১ শতাংশ।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.