নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | 40 বার পঠিত | প্রিন্ট
অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে ঢাকা স্টক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের কবলে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ন্যাশনাল টি কোম্পানীর শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ন্যাশনাল টি কোম্পানীর শেয়ার দাম ছিল ২৬২ টাকা ৬০ পয়সায়। যা ১১ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৪৭ টাকা ৮০ পয়সায়।
এতে দেখা যায়, ১৫ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৮৫ টাকা ২০ পয়সা বা ৭১ শতাংশ।
শেয়ারবাজার২৪
Posted ২:৫০ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.