
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ মে ২০২৫ | 67 বার পঠিত | প্রিন্ট
লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস, বুধবার (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি। আজ কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৩ লাখ ২৭ হাজার টাকার।
এছাড়া, ১০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকা, সিটি ব্যাংকের ৭ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকা, ফাইন ফুডসের ৭ কোটি ১৯ লাখ ২ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৫ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.