নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | 38 বার পঠিত | প্রিন্ট
বোর্ড সভার তারিখ ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি। কোম্পানি ৪ট হলো- পিপলস লিজিং সার্ভিসেস লিমিটেড, এপেক্স ফুটওয়্যার, কাট্টালি টেক্সটাইল এবং ন্যাশনাল পলিমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টির মধ্যে পিপলস লিজিংয়ের বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভা কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন ২০২৩ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
কাট্টালি টেক্সটাইলের বোর্ড সভা আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ২টায়, বিকাল ৩টায় ও বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০২২, ২০২৩ ও ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
ন্যাশনাল পলিমারের বোর্ড সভা ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এই কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।
এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা আগামী ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.