
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ | 122 বার পঠিত | প্রিন্ট
শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালিন ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড হিসেবে ১৬ টাকা করে পাবে বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ডর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তীকলিন ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।
এদিকে চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ১৪ টাকা ৬২ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৩৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৫৪ পয়সা ছিল।
শেয়ারবাজার২৪
Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.