নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | 36 বার পঠিত | প্রিন্ট
অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে সাংবাদিক কাশেম হুমায়ুনকে অব্যাহতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিসের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আফছানা বিলকিস এই নির্দেশনায় সই করেন।
এতে বলা হয়, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কাশেম হুমায়ুনকে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে প্রত্যাহার করা হলো।
জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনকে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় ৩ বছরের জন্য অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরবর্তিতে তার মেয়াদ আরও বাড়ানো হয়। অগ্রণী ব্যাংকের পরিচালক হওয়ার আগে তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন।
শেয়ারবাজার২৪
Posted ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.