
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মার্চ ২০২৫ | 66 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক লেনদেন এবং দর বৃদ্ধি কারণ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, জিকিউ বলপেনের শেয়ারের লেনদেন এবং দর সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যা বিএসইসির কাছে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে হওয়ায় কোম্পানিটির লেনদেন ও দর বৃদ্ধির কারণ তদন্ত করছে বিএসইসি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১২২ টাকা ১০ পয়সা ছিল। আজ ২৪ মার্চ বাজারে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৫০ পয়সায়।
এর ফলে গত আড়াই মাসের ব্যবধানে শেয়ারটির দর ৩৭ টাকা ৪০ পয়সা বেড়েছে। এই দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য না থাকার কারণে এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে বিএসইসি।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯৫ পয়সা।
অন্যদিকে, অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ০৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.